[email protected] সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

ঘন কুয়াশায় ঢাকার ফ্লাইট নামলো কলকাতায়

মর্নিং টাইমস

প্রকাশিত:
১৩ ডিসেম্বার ২০২৩, ১৩:৫২

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২টি ফ্লাইট অবতরণ করতে না পেরে পরে এ দুটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মধ্যরাত থেকে প্রায় সাত ঘণ্টা চলে এই অবস্থা।

 

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

 

তিনি বলেন, গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনগত রাত ১২টা থেকে সকাল সাতটা পর্যন্ত দুটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ফ্লাইট দুটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল আটটায় ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

 

প্রসঙ্গত, ঘন কুয়াশার কারণে গত সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাতে প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এসময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণের কথা ছিল। ওই ১১টি ফ্লাইটের মধ্যে ১০টি ছিল যাত্রীবাহী, ১টি ছিল কার্গো বিমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর