[email protected] সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ১১ই ফাল্গুন ১৪৩১

সেনাবাহিনীর সঙ্গে সন্ধ্যায় বসছে ইসি

মর্নিং টাইমস

প্রকাশিত:
১১ ডিসেম্বার ২০২৩, ১৭:২০

ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সেনাবাহিনীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

 

সোমবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ব্যক্তিগত কর্মকর্তা রিয়াজ উদ্দিন কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানিয়েছেন, সন্ধ্যা ৭টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে কি না এ বিষয়ে বৈঠকে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে আলোচনা হবে।

 

গত ৫ ডিসেম্বর ময়মনসিংহে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে থাকবে সেনাবাহিনীও।

 

সূত্র জানায়, এবারের নির্বাচনে সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটের মাঠে কাজ করবে। তাদের মধ্যে আনসার সদস্য ৫ লাখ ১৬ হাজার জন, পুলিশ ও র‌্যাবের ১ লাখ ৮২ হাজার ৯১ জন, কোস্টগার্ডের ২ হাজার ৩৫০ জন, বিজিবির সদস্য নিয়োজিত থাকবেন ৪৬ হাজার ৮৭৬ জন।

 

নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর