[email protected] সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ ১৪৩১

প্রার্থিতা ফেরত পে‌তে অ‌ফিস আ‌দেশ সংগ্রহ করেছেন ৩৫ প্রার্থী

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
৫ ডিসেম্বার ২০২৩, ১৭:৫২

ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ নির্বাচ‌নে অংশগ্রহ‌ণের ল‌ক্ষ্যে প্রার্থী‌দের জমাকৃত ম‌নোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হ‌য়ে‌ছে গতকাল। ঋণখেলা‌পীসহ বি‌ভিন্ন কার‌ণে অ‌বৈধ বি‌বেচনায় প্রার্থিতা বা‌তিল হ‌য়ে‌ছে ৭৩১ জনের। এখন পর্যন্ত বাতিল হওয়া প্রার্থিতা ফেরত পে‌তে বিভাগীয় রিটা‌র্নিং কার্যালয় থেকে অ‌ফিস আ‌দেশ ক‌পি সংগ্রহ করেছেন ৩৫ জন প্রার্থী‌।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

সহকারী ক‌মিশনার (সাধারণ শাখা) সজীব আহ‌মেদ বার্তা ২৪.কম‌কে ব‌লেন, গতকালই বেশ ক‌য়েকজন আ‌বেদন দি‌য়ে গি‌য়ে‌ছিল সব মি‌লি‌য়ে এখন পর্যন্ত ৩৫টা আ‌বেদন জমা প‌ড়েছে।

তি‌নি ব‌লেন, রিটার্নিং অফিসার একজন বিচারপ‌তি। তি‌নি আ‌দেশ দি‌য়ে‌ছেন। এই আ‌দেশগুলোর বিরু‌দ্ধে আপিল হ‌বে নির্বাচন ক‌মিশ‌নে। এই আ‌দেশগুলোর সত‌্যা‌য়িত নকল বা স‌হি মোহর নকলটা আমরা দি‌চ্ছি। এটা দি‌য়ে প্রার্থীরা নির্বাচন ক‌মিশ‌নে আ‌পিল কর‌বেন। নির্বাচন ক‌মিশন আবার আমা‌দের কাছ থে‌কে কাগজপত্র নি‌বে চি‌ঠি নি‌বে। প‌রে নির্বাচন ক‌মিশন থে‌কে যাচাই বাছাই শে‌ষে আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে।

এর আ‌গে গতকাল ঢাকা-৪ আসন থে‌কে ঢাকা-১৮ পর্যন্ত এই ১৫‌টি আস‌নের ম‌নোনয়ন যাচাই বাছা‌য়ে বৈধ ও অ‌বৈধ ম‌নোনয়‌নের তা‌লিকা প্রকাশ করা হয়। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম এ তথ‌্য জানান।

তিনি জানান, ঢাকা বিভা‌গীয় কার্যাল‌য়ে সরাস‌রি ১৮৬ টি ও অনলাই‌নে জমা ২টিসহ মোট ১৮৮ ম‌নোনয়ন জমা প‌ড়ে। এসব জমাকৃত ম‌নোনয়‌নের ম‌ধ্যে ৬৪ টি ম‌নোনয়ন বা‌তিল হ‌য়। এরমধ্যে ঋণ খেলা‌পির জন‌্য ১৫‌টি বা‌তিল হ‌য়ে‌ছে। মোট বা‌তি‌লের ম‌ধ্যে ২৯জন স্বতন্ত্র প্রার্থীও র‌য়ে‌ছেন। এছাড়া ১২৪ টি ম‌নোনয়নপত্র আমরা বৈধ হি‌সে‌বে ঘোষণা ক‌রে‌ছি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর