[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

ভাঙা গাড়িতে আগুন দিলেই নির্বাচন বন্ধ হবে না

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
৪ ডিসেম্বার ২০২৩, ১৭:০১

ফাইল ছবি

নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করে ঢাকা মহানগ গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ভাঙা গাড়িতে আগুন দিলেই নির্বাচন বন্ধ হবে না।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা পুলিশ নির্বাচন কমিশনের দিক নির্দেশনায় কাজ করছে। তবে আমরা মনে করি ভাঙা গাড়িতে আগুন দিলেই সবকিছু থেমে যাবে না। বিচ্ছিন্ন কিছু স্থানে আগুন লাগিয়ে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসকল বিচ্ছিন্ন ঘটনার প্রতিক্রিয়া মানুষের মাঝে নেই। মানুষ জীবনের প্রয়োজনে রাস্তায় বের হয়েছে। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ মাঠে আছে।

ডিবি প্রধান আরও বলেন, রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করছে। সড়কে যানজট লেগে আছে। যারা অবরোধ ডাকছেন তাদের কেউ মাঠে থাকে না। ভাড়া করে কিছু লোক এনে আগুন লাগানোর চেষ্টা করে, ককটেল মারার চেষ্টা করে। তাদের আমরা গ্রেফতার করেছি। তারা স্বীকার করছেন কোন ভাই টাকা দিচ্ছে। সেই ভাইদের আমরা গ্রেফতার করেছি। গ্রেফতারের পর তারা আদালতে গিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেছে। গোয়েন্দা পুলিশের প্রতিটি টিম কাজ করছে। যারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের নাম, মোবাইল নম্বর আমরা পেয়েছি। কাউকেই ছাড় দেওয়া হবে না।

নির্বাচন কমিশন থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, আমরা এখনও এমন চিঠি পাইনি। তবে নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা কাজ করছি। তবে ওয়ারেন্টভুক্ত, তালিকাভুক্ত আসামিদের গ্রেফতার করা আমাদের রুটিন ওয়ার্ক সেটা আমরা করছি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর