[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

সমাবেশ করতে অনুমতি লাগবে রিটার্নিং কর্মকর্তার

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
৪ ডিসেম্বার ২০২৩, ১৩:১১

ফাইল ছবি

রাজনৈতিক সমাবেশ করতে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেছেন, ‘যদি কোড অব কন্ডাক্ট ভায়োলেশন হয়, তাহলে কমিশন ব্যবস্থা নেবে।’ খবর সমকাল।

গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। ইইউ টিমে ছিলেন ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল অ্যানালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল অ্যানালিস্ট) ও রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে একটি সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। ইসি অনুমতি দিয়েছে কিনা জানতে চাইলে অশোক কুমার বলেন, ‘আমরা এখনও চিঠি পাইনি।’ অনুমতি ছাড়া সমাবেশ করতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যদি আচরণবিধির লঙ্ঘন হয় তাহলে কমিশন ব্যবস্থা নেবে।’ তিনি আরও বলেন, ‘কোথাও কোনো রাজনৈতিক সমাবেশ করতে হলে অনুমতি নিতে হবে। আচরণবিধিতে যেভাবে আছে, সে অনুযায়ী করতে হবে।’

অন্য সময় অনুমতির জন্য পুলিশের কাছে যায়। এখন তপশিল হয়ে গেছে, এই পরিস্থিতিতে কার কাছে অনুমতি নিতে হবে জানতে চাইলে অশোক কুমার বলেন, ‘স্থানীয় প্রশাসন আছে, রিটার্নিং অফিসার আছেন, সেখান থেকে অনুমতি নিতে হবে।’

তিনি জানান, ইইউ প্রতিনিধি দলের সঙ্গে তিনি এবং যুগ্ম সচিবরা কথা বলেছেন। মূলত তাদের কিছু জানার বিষয় ছিল। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন নির্বাচনী বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। নির্বাচনপূর্ব-নির্বাচন পরবর্তী সব বিষয়ে পর্যবেক্ষণ করবেন তারা। কোড অব কন্ডাক্টের কোনো ভায়োলেশন হচ্ছে কিনা, তারা দেখবেন। তারা মূলত আমাদের আইনগুলো জানতে চেয়েছেন।

ইইউ প্রতিনিধি দলের সদস্য বাড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের সদস্য বাড়তে পারে। বর্তমান টিম ২৩ জানুয়ারি পর্যন্ত থাকবে। পরে অন্য টিম আসতে পারে।’

নির্বাচনে সব দল অংশগ্রহণ না করা প্রসঙ্গে ইইউ প্রতিনিধিদল কিছু বলেছে কিনা জানতে চাইলে অশোক কুমার বলেন, ‘এ বিষয়ে তারা কিছু বলেননি। যারা এসেছেন, তাদের কার্যক্রম বিষয়ে আলোচনা করেছেন। কত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেই হিসাব জানতে চেয়েছেন। কত পর্যবেক্ষক আসবে, কত স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠান আছে, সেগুলো জানতে চেয়েছেন।’


বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর