[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

হাইকোর্টে মির্জা ফখরুলের জামিনের আবেদন

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
৩ ডিসেম্বার ২০২৩, ১৯:৪৫

ফাইল ছবি

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের জন্য হাইকোর্টে জামিনের আবেদন করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) মির্জা ফখরুলের পক্ষে তার জামিনের অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন এ আবেদন করেন।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানান মির্জা ফখরুলের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ হতে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় এ মামলা করা হয়।

২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। এরপর ঢাকা সিএমএম আদালতে জামিনের আবেদন করা হলে ম্যাজিস্ট্রেট তা নাকচ করে দেন।

ওই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন করা হলে বিচারক তাও নামঞ্জুর করেন।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর