[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

সূচকের মিশ্র প্রতিক্রিয়া

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
৩ ডিসেম্বার ২০২৩, ১৯:২১

ফাইল ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক ঘণ্টায় লেনদেন শতকোটি টাকা ছাড়িয়েছে। দর অপরিবর্তিত রয়েছে বেশিভাগ কোম্পানির শেয়ারের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৩ দশমিক ৪৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর ‘ডিএসই এস’ সূচকে একই সময়ে দশমিক ৩৮ পয়েন্ট যুক্ত হয়েছে। তবে বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ এখন পর্যন্ত ১ দশমিক ২৯ পয়েন্ট হারিয়েছে।

প্রথম ঘণ্টায় ডিএসইতে ২৩৮ প্রতিষ্ঠানের ২ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৭২২টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজার মূল্য ১১১ কোটি ৪৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১০টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। দর কমেছে ৫৮টির। বিপরীতে ৭০ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি শেয়ার হাতবদল হয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এক ঘণ্টায় কোম্পানিটির ১১ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের ১১ লাখ ৬৭ হাজার ৫২৩টি শেয়ার হাতবদল হয়েছে। এছাড়াও রোববার লেনদেনের শুরুতে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেছে খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানিটির শেয়ারের প্রতি। ফলে এমারেল্ড অয়েলের শেয়ারদর প্রায় সার্কিট ব্রেকার (দর বৃদ্ধির সর্বোচ্চ সীমা) স্পর্শ করেছে। এক ঘণ্টায় কোম্পানিটির ৯ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর