[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে কমেছে লেনদেন

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
৩ ডিসেম্বার ২০২৩, ১৯:১৪

ফাইল ছবি

মূল্যসূচকের উত্থানে সপ্তাহ শুরু করেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব সূচকই বেড়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রমতে, রোববার (৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ৮ দশমিক ৯১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। লেনদেন শেষে সূচকটি স্থির হয়েছে ৬ হাজার ২৩১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে আজ ডিএসইর অপর দুই সূচকও ছিল ঊর্ধ্বমুখী। শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক 'ডিএসই এস' এদিন ২ দশমিক ১২ পয়েন্ট বেড়েছে। আর বাছাই করা কোম্পানিগুলোর 'ডিএস ৩০' সূচকে যোগ হয়েছে দশমিক ১৫ পয়েন্ট।

সব মূল্যসূচক বাড়লেও ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে। আজ এক্সচেঞ্জটিতে ৩২২ প্রতিষ্ঠানের ৮ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ২৩টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজার মূল্য ছিল ৩৪৯ কোটি ০১ লাখ টাকা। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) ডিএসইতে ৩৮৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ হিসেবে একদিনে প্রধান শেয়ারবাজারে লেনদেন কমেছে ৩৯ কোটি ৬৭ লাখ টাকা।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮১টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৪৮টির৷ বিপরীতে ৯৩ প্রতিষ্ঠানের শেয়ারদর আজ বৃদ্ধি পেয়েছে।

আজ ডিএসইতে সবচেয়ে বেশি মূল্যের শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। একদিনে কোম্পানিটির ১৮ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১৮ লাখ ২৫ হাজার ৮১৬টি শেয়ার হাতবদল হয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষস্থান দখলে নিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দাম ২ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দর হারানো জিল বাংলা সুগার মিলসের শেয়ারদর কমেছে ৮ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৫৩ শতাংশ।

এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক 'সিএএসপিআই' ৫ দশমিক ৯৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। দিনভর এক্সচেঞ্জটিতে ১৮৬ প্রতিষ্ঠানের ১১ কোটি ৩০ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৫৮টির শেয়ারের দাম বেড়েছে। দর কমেছে ২৭টির। বাকি ১০১ কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর