[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

‘১০ ডিসেম্বর আ.লীগের সমাবেশ করতে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে’

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
৩ ডিসেম্বার ২০২৩, ১৮:১৭

সংগৃহীত ছবি

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে এ সমাবেশ করতে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে। সেইসঙ্গে আচরণবিধিতে যা আছে, তা অনুসরণ করতে হবে।

রোববার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ কথা জানান।

তিনি বলেন, সমাবেশের অনুমতির জন্য আমরা এখনো কোনো চিঠি পাইনি। সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে। আমাদের আচরণবিধিতে যা আছে তাই অনুসরণ করতে হবে।

অনুমতি ছাড়া সমাবেশ করতে পারে কিনা- জানতে চাইলে তিনি বলেন, যদি কোড অব কন্ডাক্ট ভায়োলেশন হয় তাহলে কমিশন ব্যবস্থা নেবে।

তফসিল হয়ে গেছে, তাই কার কাছে অনুমতি নিতে হবে- জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় প্রশাসন আছে, রিটার্নিং অফিসার আছেন, সেখান থেকে অনুমতি নেবেন। সূত্র: ইত্তেফাক

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর