প্রকাশিত:
৩০ নভেম্বার ২০২৩, ১৪:৫২
সমুদ্রের জলরাশির উপরিভাগের উষ্ণতা বাড়ায় বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। এবার বছরের সর্বশেষ এবং চতুর্থ ঘূর্ণিঝড়ের শঙ্কা দেখা দিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড়টি তৈরির আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। এরই মধ্যে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে।
এটি আজ বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হতে পারে। সেখান থেকে ঘূর্ণিঝড়ও হতে পারে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা– তা স্পষ্ট হওয়া যাবে আজ। এটি বাংলাদেশের দিকে আসবে কিনা, তা-ও নিশ্চিত করতে পারেনি আবহাওয়া অধিদপ্তর।
নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মিগজাউম’। এটি মিয়ানমারের দেওয়া নাম। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, সুস্পষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার নিম্নচাপে রূপ নিতে পারে। এটি ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে।
মনে করা হচ্ছে, এটি ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে যাবে। আবার বাংলাদেশের দিকে আসার আশঙ্কাও আছে কিছুটা। বিষয়টি এখনও নিশ্চিত নয়। বৃহস্পতিবার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হবে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে।
বাংলা গেজেট/এফএস
মন্তব্য করুন: