[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

নির্বাচনে খেলা হবে, তবে ফাউল কম হবে

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
২৯ নভেম্বার ২০২৩, ১৮:০৭

ফাইল ছবি

আলোচিত রাজনীতিবিদ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলা হবে, তবে পরিচ্ছন্ন খেলা হবে। ফাউল কম হবে।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আসার বিষয় শামীম ওসমান বলেন, বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যে ঘটনাগুলো বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করার চেষ্টা করা হচ্ছে। তাই পুলিশের ঢাকার যিনি দায়িত্বে আছেন। এ বিষয়গুলো আমার কাছে যতটুকু নলেজে আছে সে বিষয়গুলো আমি জানাতে চাই। যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়। বাংলাদেশেকে এমন একটি জায়গায় নিতে চায়। যেখানে থেকে উঠে আসাটা খুব কঠিন হবে।

শামীম ওসমান বলেন, আপনারা জানেন যে ছাত্ররাজনীতি করতে করতে এতদূর এসেছি। কয়দিন আগে পুলিশকে কুপিয়ে মারা, সাংবাদিকদের মারা, গাড়িতে বোমা হামলা, এ ধরণের বেশ কিছু তথ্য জানানো জন্য ডিবিতে এসেছিলাম। এখানে আমি এমপি হিসেবে আসেনি একজন সাধারণ মানুষ হিসেবে আসছি।

তিনি আরও বলেন, যে দেশের সাধারণ মানুষ দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোন ঘটনা জানতে পারে। আর এই বিষয়গুলো সে যদি দায়িত্বশীল কর্তৃপক্ষকে জানান। এটি সব দেশের মানুষরই দায়িত্ব। আমি সংসদ সদস্য হিসেবে না আওমী লীগের কোনো নেতা হিসেবে না। যেহেতু রাজনীতি দীর্ঘদিন ধরে করি তাই বিভিন্ন খোঁজ খবর পাই। সেই খবর জানাতেই প্রশাসনের কাছে এসেছি।

বিএনপি নির্বাচনে নেই এমন প্রশ্নে শামীম ওসমান বলেন, খেলা হবে, তবে পরিচ্ছন্ন খেলা হবে। ফাউল কম হবে। ডিবির হারুনের ভাতের হোটেলে খাওয়ার বিষয়ে বলেন, হারুন ভাইয়ের নয়, উনার স্ত্রী আমার বোন তার হোটেলে খেয়েছি।

এর আগে, গত ২০ নভেম্বর শামীম ওসমান জানিয়েছিলেন তাকে অপরিচিত নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর