[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

সাঈদীর অসুস্থতা নিয়ে ছেলের আবেগঘন স্ট্যাটাস

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৩, ০৩:১৫

ফাইল ছবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

দেলাওয়ার হোসাইন সাঈদীর অসুস্থতা নিয়ে তার ছেলে মাসুদ সাঈদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। খবর কালবেলা।

পোস্টে তিনি বলেন, ‘ইন্নালিল্লাহ আব্বার হার্ট অ্যাটাক করেছে। আলহামদুলিল্লাহ হার্ট অ্যাটাক তার মুখের হাসি কেড়ে নিতে পারেনি। কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বিশ্বনন্দিত মুফাসসির আমার পরম শ্রদ্ধেয় পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আজ রোববার বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘পরে শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আব্বাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) ভর্তি করা হয়েছে। আব্বার হার্টে আগে থেকেই ৫টি রিং পরানো আছে। বিএসএসএমইউ'র চিকিৎসকগণ জানিয়েছেন, সকালেই আব্বার ক্লিনকাট হার্ট অ্যাটাক করেছে।’

পোস্টের শেষে তিনি বলেন, ‘ইয়া রব! তুমি তোমার গোলামের প্রতি দয়া কর। তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান কর। কোরআনের নূর দিয়ে তোমার গোলামের বুকটা ভরিয়ে রাখ। তোমার গোলামকে কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। কোটি মানুষের এই ফরিয়াদ তুমি দয়া করে কবুল কর।’

কাশিমপুর কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ বন্দি আছেন। সেখানে থাকা অবস্থায় রোববার বিকাল ৫টার দিকে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন।

পরে কারা কর্তৃপক্ষ তাকে কারাগারের অ্যাম্বুলেন্স দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন সাঈদী।

পরে ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর