প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৩, ১৯:৩২
আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে কারা নৌকার টিকিট পাচ্ছেন তা আগামী রোববারের (২৫ নভেম্বর) মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী রোববারের মধ্যে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
দ্বিতীয় দিনের মতো চলছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। এ সভা থেকে আজ খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থী চূড়ান্ত করবে দলটি।
আওয়ামী কেন্দ্রীয় কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, এবার ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি। গত নির্বাচনে সংখ্যাটি ছিল ৪ হাজার ৩৭ জন। এবার ৬৭৫টি মনোনয়ন ফরম কম বিক্রি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এবার সারা দেশে ৩০০ আসনের হিসাবে গড়ে এক আসনের বিপরীতে ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে আওয়ামী লীগের। মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীর চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: