[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

সূচক ঊর্ধ্বমূখী, গতি ফিরেছে লেনদেনেও

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৩, ২১:২২

ফাইল ছবি

চার দিন পর দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমূখী প্রবণতা লক্ষ্য করা গেছে। দিনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে লেনদেনে গতি ফেরার আভাসও মিলেছে শেয়ারবাজারে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ৬ দশমিক ৭৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর 'ডিএসই এস' সূচকে যোগ হয়েছে ১ দশমিক ৫৮ পয়েন্ট। আরেক সূচক 'ডিএস ৩০' এখন পর্যন্ত ১ পয়েন্ট বেড়েছে।

সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতার সঙ্গে শেয়ারবাজারে লেনদেনে কিছুটা গতি ফিরেছে। প্রথম ঘণ্টায় ডিএসইতে ২৪২ প্রতিষ্ঠানের ৬ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৩৭টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ১৩৬ কোটি ৫৮ লাখ টাকা। গতকাল (মঙ্গলবার) এক ঘণ্টায় ৯৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

এখন পর্যন্ত ঢাকা স্টকনএক্সচেঞ্জে লেনদেনে অংশ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৪টির শেয়ারদর বেড়েছে। কমেছে ৩৩টির। বাকি ১০৫ কোম্পানির শেয়ারের দাম এখনো অপরিবর্তিত রয়েছে।

দিনের শুরুতে লেনদেনে দাপট দেখাচ্ছে ইয়াকিন পলিমার লিমিটেড। বেলা ১১টা পর্যন্ত কোম্পানিটির ১২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর