[email protected] বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫, ২রা মাঘ ১৪৩১

লোকসান বেড়েছে সমতা লেদারের

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৩, ২১:২০

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড চলতি হিসাববছরের তিন প্রান্তিকের (জুলাই, ২০২২-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের তিন প্রান্তিকের তুলনায় এবার কোম্পানিটির লোকসান বেড়েছে।

বুধবার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, মঙ্গলবার সমতা লেদারের পর্ষদ সভায় সমাপ্ত প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

সূত্র মতে, তিন প্রান্তিকে (৯ মাস) সমতা লেদারের শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৪ পয়সা। এতে নয় মাসে কোম্পানিটির মোট লোকসান হয়েছে চার লাখ ১৪ হাজার টাকা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসানের পরিমাণ ছিল ০৩ পয়সা।

সমাপ্ত প্রান্তিক শেষে সমতা লেদারের সম্পদ মূল্যও কমেছে। মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২২ পয়সায়৷ ২০২২ সালের একই সময়ে এনএভিপিএস ছিল ১৪ টাকা ৩০ পয়সা।

তিন প্রান্তিক মিলিয়ে লোকসান বাড়লেও তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৩) সমতা লেদারের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০১ পয়সা। গত বছরের তৃতীয় প্রান্তিকেও সমপরিমাণ আয় করে কোম্পানিটি।

উল্লেখ্য, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) সমতা লেদারের শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৩ পয়সা। দ্বিতীয় প্রান্তিকেও (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটি শেয়ার প্রতি ০৪ পয়সা করে লোকসান দিয়েছে।

সমতা লেদারের ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে ২০২২ সাল থেকে। ওই বছর কোম্পানিটি শেয়ার প্রতি ০৬ পয়সা করে লোকসান দেয়। ফলে ২০২২ সালে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়নি প্রতিষ্ঠানটি। ২০২১ সালেও কোম্পানিটির বিনিয়োগকারীরা কোনো লভ্যাংশ পায়নি।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর