[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

পতন শেষে পুঁজিবাজারে মিশ্র প্রতিক্রিয়া

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৩, ২১:১৫

ফাইল ছবি

টানা চার দিনের পতন কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। আগের দিনের তুলনায় বেড়েছে শেয়ার লেনদেনের পরিমাণও। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২ দশমিক ৭৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। গত চার দিনের টানা পতনে এ সূচক হারিয়েছিল ৩৬ দশমিক ৪৪ পয়েন্ট। আজ লেনেদেন শেষে সূচকটি বেড়ে ৬ হাজার ২২৪ পয়েন্টে স্থির হয়েছে।

প্রধান সূচকের সঙ্গে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচকও বৃদ্ধি পেয়েছে। এক দিনে ‘ডিএসই এস’ সূচকে যোগ হয়েছে দশমিক ৫৭ পয়েন্ট। তবে বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ আজও ১ দশমিক ২০ পয়েন্ট হারিয়েছে।

বুধবার ডিএসইতে শেয়ার লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিনভর এক্সচেঞ্জটিতে ৩১৯ প্রতিষ্ঠানের ১৪ কোটি ৫৮ লাখ ১৯ হাজার ১২২টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৪০৯ কোটি ৫৮ লাখ টাকা। আগের কার্যদিবসে (মঙ্গলবার) ৩৪৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। এ হিসেবে এক দিনে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৪ কোটি ১৭ লাখ টাকা।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৭টির শেয়ারদরই অপরিবর্তিত ছিল। দর বেড়েছে ১০০ কোম্পানির শেয়ারের। বিপরীতে মাত্র ৩২ কোম্পানির শেয়ারের দাম এদিন কমেছে।

আজও ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার মূল্যের শেয়ার লেনদেন হয়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। একদিনে কোম্পানিটির ২২ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের ৯৮ লাখ ১৮ হাজার ৯৫১টি শেয়ার হাতবদল হয়েছে। ফলে কোম্পানিটি আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে। গতকালও ৪৫ কোটি ১৪ লাখ টাকা মূল্যের শেয়ার হাতবদল হওয়ায় লেনদেনের শীর্ষে ছিল সিরামিক খাতের কোম্পানিটি।

উৎপাদন বন্ধ থাকা লোকসানি কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির নেতৃত্ব দিয়েছে। গতকালের তুলনায় আজ কোম্পানিটির শেয়ারের দাম ২ টাকা বা ৯ দশমিক ০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতনের তালিকায় নাম লিখিয়েছে আরেক লোকসানি প্রতিষ্ঠান খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। একদিনে শেয়ারটির দাম ৩ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৫৯ শতাংশ কমেছে।

এদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক 'সিএএসপিআই' আজ ৪ দশমিক ৪৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। দিনভর এক্সচেঞ্জটিতে ১৪২ প্রতিষ্ঠানের ৭ কোটি ৩৫ লাখ ১১ হাজার টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৭টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। দর বেড়েছে ৪৪ কোম্পানির, বিপরীতে ৩১ প্রতিষ্ঠান বুধবার শেয়ারদর হারিয়েছে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর