[email protected] সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১

‘মনোনয়ন পর্ব শেষে বোঝা যাবে আ.লীগের কৌশল’

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৩, ২০:৪৭

ফাইল ছবি

মনোনয়ন পর্ব শেষ হলে বোঝা যাবে আওয়ামী লীগ জোটবদ্ধ নাকি একক নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুরস্থ কদমতলা রোডের শিক্ষামন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মনোনয়ন পর্ব শেষ হলে বোঝা যাবে আওয়ামী লীগ জোটবদ্ধ নির্বাচনে যাবে কিনা। কিংবা আমাদের বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছেন কোন দল বেশি শক্তিশালী, কোন দল কম শক্তিশালী সেটা পরে বোঝা যাবে।

ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগের সব নেতাকর্মীই জনপ্রতিনিধি হতে চান। জনগণের কল্যাণে কাজ করতে চান। এটি অবশ্যই ভালো লক্ষণ। প্রতিটি সংসদীয় আসনেই আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী থাকে। তাই সকলের মনোনয়ন চাওয়ার গণতান্ত্রিক অধিকার রয়েছে। কাকে মনোনয়ন দেওয়া হবে সেটা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, অনেক তরুণ ও নারী আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। আমি মনে করি, এটি একটি ভালো লক্ষণ। আমাদের নেতাকর্মীরা সবাই জনপ্রতিনিধি হতে ইচ্ছুক। এটিকে ইতিবাচকভাবেই দেখছি। মনোনয়ন বোর্ড যাকেই মনোনয়ন দেবে নৌকার প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিজয় সুনিশ্চিত এবং দলীয় ঐক্যকে সুদৃঢ় করবে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর