[email protected] বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫, ২রা মাঘ ১৪৩১

পতনের বাজারে লেনদেনে ধীরগতি

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
২১ নভেম্বার ২০২৩, ২০:১০

ফাইল ছবি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও দেশের শেয়ারবাজারে সব মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। দর হারিয়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার। একইসঙ্গে শেয়ার লেনদেনেও ধীরগতি লক্ষ্য করা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২১ নভেম্বর) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ‘ডিএসই এক্স’ সূচক ২ দশমিক ৮৬ পয়েন্ট হারিয়েছে। গত কয়েকদিন ধরেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান এই সূচকটি নিম্নমূখী রয়েছে। সোমবারও ‘ডিএসই এক্স’ হারিয়েছিল ১৪ দশমিক ৪১ পয়েন্ট।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইর শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ কমেছে ১ দশমিক ১৩ পয়েন্ট। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ একই সময়ে দশমিক ৮১ পয়েন্ট।

সূচকের নিম্নমূখী প্রবণতার সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনেও ধীরগতি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় এক্সচেঞ্জটিতে ২২০ প্রতিষ্ঠানের তিন কোটি ৪৭ লাখ ২৫ হাজার ৩৩৯টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৯৫ কোটি ৭৮ লাখ টাকা। গতকাল এক ঘণ্টায় ১৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এখন পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৭টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। দর কমেছে ৭৫টির, বিপরীতে মাত্র ৪৮ কোম্পানির শেয়ারের দাম ঊর্ধ্বমুখী।

দিনের শুরুতে লেনদেনে দাপট দেখাচ্ছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এক ঘণ্টায় ফু-ওয়াং সিরামিকের ১৪ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ৭১ লাখ ১৩ হাজার ৯৩২টি শেয়ার হাতবদল হয়েছে। একই সময়ে খুলনা প্রিন্টিংয়ের লেনদেনকৃত শেয়ারের বাজারমূল্য ছিল ১৩ কোটি ৪৯ লাখ টাকা।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর