infomorningtimes@gmail.com মঙ্গলবার, ২১শে জানুয়ারী ২০২৫, ৭ই মাঘ ১৪৩১

বিদেশে মিলিয়ন ডলার বিনিয়োগ করবে স্কয়ার ফার্মা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
২১ নভেম্বার ২০২৩, ২০:০৯

ফাইল ছবি

ফাইল ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি দেশের বাইরে মিলিয়ন ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২০ নভেম্বর) কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ফিলিপাইনে ‘স্যামসন ফার্মা ইনক, ফিলিপিন্স’ নামের একটি সহযোগী কোম্পানি গড়ে তুলবে স্কয়ার ফার্মা। এই কোম্পানিতে স্কয়ার ফার্মার বিনিয়োগের পরিমাণ হবে ১০ লাখ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১ কোটি টাকার বেশি।

জানা গেছে, প্রাথমিকভাবে স্যামসন ফার্মায় স্কয়ার ফার্মা ২৫ লাখ ডলার (২৭ কোটি ৫০ লাখ টাকা) বিনিয়োগ করবে। এতে ঋণ ও মূলধনের অনুপাত হবে ৬০:৪০। অর্থাৎ মোট বিনিয়োগের ১৫ লাখ ডলার বা ৬০ ভাগ ঋণের মাধ্যমে যোগান দেবে কোম্পানিটি।

স্কয়ার ফার্মা জানিয়েছে, স্যামসন ফার্মা ইনকের মাধ্যমে কোম্পানিটি ওষুধ বিতরণ ও বিপণন কার্যক্রম পরিচালনা করবে। ২০২৪ সালের এপ্রিলে কোম্পানিটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে স্কয়ার ফার্মা।

প্রসঙ্গত, সমাপ্ত হিসাব বছরে (৩০ জুন, ২০২৩) স্কয়ার ফার্মাসিউটিক্যালস বিনিয়োগকারীদের জন্য ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছরের তুলনায় কোম্পানিটির আয়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৪১ পয়সা। এ বছর কোম্পানিটির মোট আয়ের পরিমাণ ছিল এক হাজার ৮৯৭ কোটি ৮৯ লাখ ১৬ হাজার ১২৪ টাকা।

১৯৯৫ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে কোম্পানির ৩৪ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে। সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে রয়েছে ৩৬ দশমিক ৬৫ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানির ১৫ দশমিক ১ শতাংশ শেয়ার ধারণ করছে। এছাড়াও ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির ১৩ দশমিক ৬৭ শতাংশ শেয়ারে বিদেশি বিনিয়োগ রয়েছে।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর