[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

স্লোগান দেয়ায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুবক আটক

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
১৯ নভেম্বার ২০২৩, ২০:১৫

ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে দেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেওয়ায় শামীম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে আটক শামীমের পুরো নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে আটকের সময় দলীয় পরিচয়ের বিষয়ে জানতে চাইলে শামীম জানান, তিনি লক্ষ্মীপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক।

সরেজমিনে দেখা যায়, বিকেল ৩টা ২০ মিনিটের দিকে কার্যালয়ের সামনে অবস্থান নেয় ওই যুবক। পরে বিএনপি কার্যালয়ের তালা খুলে দেওয়ার দাবি জানিয়ে মির্জা ফখরুলের মুক্তি দিতে হবে বলে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে সেখানে দায়িত্বে থাকা পল্টন থানার উপপরিদর্শক হযরত এসে কথা বলেন ওই যুবকের সঙ্গে। একটু পরে তাকে আটক করে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বিএনপি কার্যালয়ের সামনে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এস আই) হযরতের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর