প্রকাশিত:
১৯ নভেম্বার ২০২৩, ০০:৩৩
ক্রিকেট খেলার মাঠে ধারাবাহিক সাকিব। দীর্ঘদিন ধরেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকার শীর্ষে। চলমান বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিয়মিতই খেলছেন ক্রিকেটের মাঠে। কিন্তু এবার খেলার মাঠ নয়, নির্বাচনের মাঠে খেলতে চান তিনি। আওয়ামী লীগের হয়ে করতে চান নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান। তিনি তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আসনগুলো হলো- ঢাকা-১০, মাগুরা-১ ও ২।
সাকিব আল হাসান ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন কিনেছেন বলে জানা গেছে। ঢাকা বিভাগের বুথের দায়িত্বে থাকা মাহমুদুল আসাদ রাসেল ঢাকা-১০ আসনে সাকিবের মনোনয়ন কেনার কথা নিশ্চিত করেছেন। মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম কেনার তথ্য নিশ্চিত করেন খুলনা বুথের দায়িত্বে থাকা শেখ মো. হাসান মেহেদী।
সাকিব আল হাসানের একজন আত্মীয় গণমাধ্যমকে বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সাকিব বর্তমানে দেশের বাইরে আছেন। দেশে ফিরে তিন দিন পর মনোনয়নপত্র জমা দেবেন।’
সাকিব যে আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সেই মাগুরা–১ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান, মাগুরা–২ আসনের সংসদ সদস্য সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং ঢাকা–১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন।
এর আগে গত বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ভাষণে সিইসি জানান, মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি।
এদিকে, সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন সংগ্রহের মাধ্যমে ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করেন। এর পর বেলা ১১টার পর থেকে মনোনয়ন কেনা দলীয় প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সূত্র: দেশ রূপান্তর
বাংলা গেজেট/বিএম
মন্তব্য করুন: