[email protected] বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫, ২রা মাঘ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯-২০ নভেম্বরের সব পরীক্ষা স্থগিত

শিক্ষা ডেস্ক

প্রকাশিত:
১৮ নভেম্বার ২০২৩, ১৭:১৪

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তীতে জানানো হবে। এছাড়া, এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচী অপরিবর্তিত থাকবে। সূত্র: রাইজিংবিডি

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর