[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

 ওবায়দুল কাদের

‘সংলাপের আর কোনো সুযোগ নেই’

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৩, ১৪:৪৫

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে তফশিল ঘোষণা হবে। সংলাপের আর কোনো সুযোগ নেই।

বুধবার (১৫ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে বিষয়টি দলীয় সভাপতিসহ নেতৃবৃন্দকে জানানো হবে। তারপর সিদ্ধান্ত।

সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে হলে দলীয় প্রধান এবং অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনার প্রয়োজন। তবে আওয়ামী লীগ কোনো শর্তযুক্ত আলোচনা করতে রাজি নয়।

তিনি বলেন, জাতীয় পার্টির যদি এজ হুল বা তারা কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না। এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।

পিটার হাসের সঙ্গে সাক্ষাতে আলোচিত বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি কথা বলবেন বলে জানান। সূত্র: যুগান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর