[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

শেয়ারবাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৩, ২০:২৬

ফাইল ছবি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন দেখেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। দিনভর বিমা খাতের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল উল্লেখযোগ্য। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ৪ দশমিক ০১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। গত পাঁচদিনে এ সূচকটি ৩১ পয়েন্ট হারিয়েছিল। আজ লেনদেন শেষে প্রধান সূচক ৬ হাজার ২৪৯ পয়েন্টে স্থির হয়েছে।

প্রধান সূচকের সঙ্গে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের শরীয়াহ সূচকও বেড়েছে। দিনশেষে 'ডিএসই এস' সূচকে যোগ হয়েছে দশমিক ৮৩ পয়েন্ট। তবে বাছাই করা কোম্পানিগুলোর 'ডিএস ৩০' সূচক এদিন ১ দশমিক ৪৮ পয়েন্ট হারিয়েছে।

দুই সপ্তাহ ধরে লেনদেনে আশা দেখিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ। গত সপ্তাহে এক্সচেঞ্জটিতে প্রায় দুই হাজার ৬০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহেও দুই হাজার ১৯৫ কোটি টাকার লেনদেন হয় ডিএসইতে। তবে আজ এক্সচেঞ্জটিতে গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য বলছে, মঙ্গলবার এক্সচেঞ্জটিতে ৩১১ প্রতিষ্ঠানের ৮ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৭৭৪টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৩৪০ কোটি ৪৮ লাখ টাকা। লেনদেনের এ পরিমাণ প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৭ আগস্ট ডিএসইতে ২৯৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ ৯২ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৫৮টির। বাকি ১৬১ প্রতিষ্ঠানের শেয়ারের দাম আজ অপরিবর্তিত ছিল। দিনশেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ মনোস্পূল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। একদিনে প্রতিষ্ঠানটির ১২ কোটি ৯১ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৪ হাজার ১০১টি শেয়ার হাতবদল হয়েছে।

সোমবার ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের। একদিনে কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ অপরদিকে সর্বোচ্চ দর হারিয়েছে লেনদেনের শীর্ষে থাকা বাংলাদেশ মনোস্পূল পেপার।

এদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক 'সিএএসপিআই' আজ ৫ দশমিক ৬৫ পয়েন্ট হারিয়েছে৷ এক্সচেঞ্জটিতে এদিন ১৪২ প্রতিষ্ঠানের ৭ কোটি ২৩ লাখ ৩২ হাজার টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে৷ মঙ্গলবার সিএসইতে ৪৬ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে, কমেছে ৪২টির। বাকি ৫৪ কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর