[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

আসছে পঞ্চম দফার অবরোধ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৩, ১৭:৫১

ফাইল ছবি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ ধাপে দুই দিনের সর্বাত্মক অবরোধের শেষ দিন আজ। এরই ধারাবাহিকতায় পঞ্চম ধাপে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আসছে বলে জানা গেছে। খবর প্রতিদিনের বাংলাদেশ।

আগামীকাল মঙ্গলবার বিরতি দিয়ে পরদিন (১৫ নভেম্বর) সকাল থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত সারা দেশে সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বিএনপি ও যুগপৎ শরিক সূত্রে জানা গেছে, বিকালের দিকে নতুন এই কর্মসূচি যুগপৎভাবে ঘোষণা করা হবে।

জানা গেছে, চতুর্থ দফার মতো পঞ্চম দফায়ও অবরোধের বিকল্প হিসেবে হরতালের বিষয়টি আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ফের অবরোধের কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকমান্ড। বর্তমান পরিস্থিতিতে অবরোধকে বেশি কার্যকর বলে নে করছে দলটি।

রবিবার (১২ নভেম্বর) সকাল ছয়টা থেকে চতুর্থ দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ চলছে, যা আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টায় শেষ হবে।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর