প্রকাশিত:
১২ নভেম্বার ২০২৩, ২১:২০
‘আফ্রিকান ইলেক্টোরাল অ্যালায়েন্স’ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আসতে আগ্রহ প্রকাশ করেছে। রোববার (১২ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১২ নভেম্বর পর্যন্ত আরও যেসব দেশ ও সংস্থা আবেদন করেছে তাদের মধ্যে ‘আফ্রিকান ইলেক্টোরাল অ্যালায়েন্স’ এর ১১ সদস্যের একটি প্রতিনিধি দল আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া অস্ট্রেলিয়ান একজন নাগরিক এ ব্যাপারে তার নিবন্ধন কার্য সম্পন্ন করেছেন।
এর আগে, গত ২২ অক্টোবর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন আহ্বান করে ইসি। তাদেরকে আগামী ২১ নভেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়।
উল্লেখ্য, সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে অথবা ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা হতে পারে চলতি সপ্তাহে।
বাংলা গেজেট/ এসএডি-৭
মন্তব্য করুন: