[email protected] বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫, ২রা মাঘ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে খুলনা প্রিন্টিং

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
১১ নভেম্বার ২০২৩, ২০:৫৮

ফাইল ছবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৫ থেকে ৯ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রিন্টিং ও প্যাকেজিং খাতে তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১১.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ১৭.৮০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৬.১০ টাকা বা ৫২.১৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ৪০.৩০ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৩৫.৩৫ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ২২.৭৩ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১৯.৯১ শতাংশ, বিডি থাইয়ের ১৮.৯৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ১৮.১২ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১৬.৫৩ শতাংশ, শমরিতা হসপিটালের ১২.৪৬ শতাংশ এবং ইন্ট্রাকোর শেয়ারের দাম ১১.৮০ শতাংশ বেড়েছে।

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর