[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

শুরুতেই নিম্নমুখী শেয়ারবাজারের সব সূচক

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৩, ১৯:৫৭

ফাইল ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবসে পতনে লেনদেন শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। দিনের শুরুতেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব সূচকই নিম্নমুখী। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৫ নভেম্বর) লেনদেন শুরুর আধাঘণ্টার মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ১ দশমিক ২০ পয়েন্ট হারিয়েছে। শরীয়াহ সূচক 'ডিএসই এস' কমেছে দশমিক ৭৯ পয়েন্ট। আরেক সূচক 'ডিএস ৩০' আধাঘণ্টায় ১ দশমিক ৩৮ পয়েন্ট কমেছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে ১ কোটি ৫৬ লাখ ৭৭ হাজার ৭৩টি শেয়ার হাতবদল হয়েছে৷ এসব শেয়ারের বাজারমূল্য ৭৪ কোটি ৮৭ লাখ টাকা।

এখন পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৪টির শেয়ারদর বেড়েছে। কমেছে ৪৫টির। বাকি ৬৬ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর