প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৩, ১৯:৪৫
মাসজুড়ে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীরা ১৯৭ কোটি ৭৫ লাখ ডলার সমমূল্যের রেমিট্যান্স পাঠিয়েছেন। আর রেমিট্যান্স পাঠাতে গত মাসে প্রবাসীদের পছন্দের শীর্ষে ছিল বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আর রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর খবরে সদ্য সমাপ্ত অক্টোবর মাসে প্রবাসী আয় বেড়েছে। ফলে সবচেয়ে বেশি রেমিট্যান্স আহরণ করে দেশে প্রবাসী আয় আনতে নেতৃত্ব দিয়েছে শরীয়াহভিত্তিক এই প্রতিষ্ঠানটি।
সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, অক্টোবর মাসে প্রবাসীরা ইসলামী ব্যাংকের মাধ্যমে ৩১ কোটি ৬২ লাখ ২০ হাজার ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছে। যা অক্টোবর মাসে দেশে আসা মোট রেমিট্যান্সের ১৬ শতাংশ। আর বাংলাদেশি মুদ্রায় ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ তিন হাজার ৫১০ কোটি টাকার বেশি।
আলোচ্য মাসে রেমিট্যান্স আহরণের দ্বিতীয় স্থানে ছিল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এক মাসে এই ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা ১১ কোটি ৪০ লাখ ডলার বা এক হাজার ২৬৬ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছে।
গত মাসে রেমিট্যান্স আহরণের তৃতীয় স্থানে উঠে এসেছে পূবালী ব্যাংক পিএলসি। মাসজুড়ে এ ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১১ কোটি ১৮ লাখ ডলার বা এক হাজার ২৪১ কোটি টাকা।
বেসরকারি আরেক ব্যাংক সিটি ব্যাংকের মাধ্যমে অক্টোবরে ১১ কোটি ২ লাখ ডলার বা এক হাজার ২২৩ কোটি টাকার রেমিট্যান্স এসেছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ৫৯ লাখ ডলার বা এক হাজার ১৭৫ কোটি টাকা। শরীয়াহভিত্তিক আরেক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক গত মাসে ৯ কোটি ৭৯ লাখ ডলার বা এক হাজার ৮৭ কোটি টাকা সমপরিমাণের রেমিট্যান্স আহরণ করেছে
এছাড়াও, ব্র্যাক ব্যাংক ৯ কোটি ২ লাখ ডলার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৮ কোটি ৮৫ লাখ ডলার, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক ৮ কোটি ৭৫ লাখ ডলার এবং যমুনা ব্যাংক ৬ কোটি ৯৩ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স আহরণ করে দেশে প্রবাসী আয় আনার তালিকার শীর্ষ দশে অবস্থান করছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য বলছে, বেসরকারি খাতের এই ১০ ব্যাংকের মাধ্যমেই গত মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১১৯ কোটি ২০ লাখ ডলার। যা অক্টোবর মাসের মোট প্রবাসী আয়ের ৬০ দশমিক ২৭ শতাংশ।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: