[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

পুলিশ সদস্য নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৩, ১৮:১৬

ছবি: সংগৃহীত

গতকাল বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজ নিহত হওয়ার ঘটনায় করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম রেজা ও মো. সুলতান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সুলতানের বিস্তারিত জানা যায়নি।

শামীমকে গাইবান্ধা থেকে এবং সুলতানকে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।

এসময় ডিএমপি কমিশনার বলেন, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ও আইজিপি মহোদয়ের পক্ষ থেকে স্পষ্ট জানাতে চাই যারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তাদের শাস্তি নিশ্চিত করার জন্য যা-যা করা দরকার সব কিছু করব। আইজিপি স্যারের নির্দেশে ইতিমধ্যে আমরা দুজন আসামিকে গ্রেপ্তার করেছি যারা সরাসরি পুলিশ পারভেজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
তিনি আরও বলেন, নিহত পুলিশ সদস্য পারভেজের ছয় বছর বয়সী একটি সন্তান রয়েছে। তার বাবা-মা স্ত্রী সন্তানের পড়ালেখা খরচ আমরা নিব। আর তার পরিবারের ঘর নেই। ঘরবাড়ি থেকে যা কিছু দরকার সবকিছু ঢাকা মেট্রোপলিটন করে দিবে।

নিহত পুলিশ সদস্য আমিরুল কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর