[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

দেশজুড়ে বিএনপি-জামায়াতের ৫ শতাধিক নেতা-কর্মী আটক

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৩, ১৮:১০

ফাইল ছবি

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যার হরতাল পালিত হচ্ছে আজ রবিবার। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে পাঁচ শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ১৪টি জেলা থেকে ৫৩২ জনকে আটকের খবর পাওয়া গেছে।

রংপুর
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্যসচিব মাহফুজ উন নবী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বীসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। আজ সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, সকালে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপি নেতা-কর্মীরা। এ সময় তাদের আটক করা হয়েছে।

দিনাজপুর
দিনাজপুরে বিএনপি ও জামায়াতের ৩৮ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে দিনাজপুরে বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর—এই চার উপজেলা থেকে ২৭ জনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল আছেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে জেলা কালেক্টরেট স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, বিরামপুর শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপির ১১ জন ও জামায়াতের ১ কর্মীকে আটক করা হয়েছে। পরে নাশকতার অভিযোগে করা মামলায় ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পিরোজপুর
পিরোজপুরে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত বিএনপি ও জামায়াতে ইসলামীর ৪১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার ২০, নাজিরপুর উপজেলার ৪, ইন্দুরকানি উপজেলায় ৪, নেছারাবাদ উপজেলার ৫, কাউখালী উপজেলার ২, ভান্ডারিয়া উপজেলার ১ ও মঠবাড়িয়া উপজেলায় ৫ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা নাশকতায় জড়িত বলে জানিয়েছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সরদার কামরুজ্জামান বলেন, ‘আমাদের দলের নেতা-কর্মীদের পুলিশ আটক করে পুরোনো মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখাচ্ছে।’

নোয়াখালী
নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের ৮৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে তাদের আটক করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ৮৪ জনকে আটক করা হয়েছে। তবে আজ হরতালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি।

আজ সকালে জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক ওমর ফারুক বলেন, গতকাল রাতে পুলিশ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খোকন চৌধুরীসহ অনেক নেতা-কর্মীকে আটক করেছে। আটক নেতা-কর্মীদের মধ্যে আরও আছেন, কোম্পানীগঞ্জ পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সুবর্ণচরের চরজব্বর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম, নোয়াখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মো. সুজন ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন।

রাজশাহী
রাজশাহীতে হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে গতকাল রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের ১২৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পরে রাজশাহী মহানগর এলাকার ৭০ ও রাজশাহী জেলার ৫৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, হরতালের সমর্থনে নাশকতার পরিকল্পনার জন্য বৈঠককালে জেলার বিভিন্ন এলাকা থেকে ৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলেছে।

মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, হরতাল ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৭০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

বগুড়া
বগুড়ার শেরপুর উপজেলায় বিএনপি-জামায়াতের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার কুসুম্বি ও সুঘাট ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শেরপুর থানার উপরিদর্শক (এসআই) সাঈফ আহমেদ বলেন, আটক তিনজনই স্থানীয়ভাবে বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৭০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গাইবান্ধা
গাইবান্ধায় হরতাল সমর্থনে পিকেটিং করার অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরতালের সমর্থনে মিছিল থেকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ সাতজনকে আটক করেছে পুলিশ। সকাল সাতটার দিকে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় হরতাল সমর্থনে মিছিল বের করলে তাদের আটক করে পুলিশ। আটক ইকবাল হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, হরতালে শান্তিপূর্ণ কর্মসূচিতেও বিএনপির নেতা-কর্মীদের নামতে দিচ্ছে না পুলিশ। তাদের ওপর গুলি ও কাদানে গ্যাসের শেল ছুড়ছে। সকালে সাইনবোর্ড এলাকা থেকে থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ সাতজনকে আটক করা হয়েছে। তাদের মুক্তির দাবি করেছেন তিনি।

নারায়ণগঞ্জে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও ভাঙচুরের চেষ্টা করলে সিদ্ধিরগঞ্জ থানার বিএনপির সাধারণ সম্পাদকসহ সাতজনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগরে হরতাল সফল করার জন্য নাশকতা সৃষ্টি ও সরকার উৎখাতের জন্য গোপন বৈঠকের অভিযোগে বিএনপি-জামায়াতের ১৭ আটক করেছে পুলিশ। এর মধ্যে এজাহারনামীয় পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গতকাল রাতে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা হরতাল সফল ও সরকার উৎখাতের জন্য এক গোপন বৈঠকে মিলিত হন। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরণ ঘটিয়ে জানমালের ক্ষতি করতে পারেন—এমন ৩৮ জনকে বিভিন্ন স্থান থেকে পুলিশ আটক করেছে।

চাঁদপুর

হরতালের সমর্থনে পিকেটিং করার সময় চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ। চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দু-এক জায়গায় হরতালকারীরা একটু পিকেটিং করার চেষ্টা করলে আমরা গিয়ে তা স্বাভাবিক করি। এ সময় আমরা বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে আটক করি।

ঝিনাইদহ
হরতাল ঘিরে গতকাল রাতে ঝিনাইদহ সদরসহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ প্রস্তুত আছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

জয়পুরহাট
জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ৪৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৪১ জন বিএনপির এবং ৫ জন জামায়াতের নেতা-কর্মী বলে জেলা পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে জয়পুরহাট সদর থানার ২৫ জন, কালাই থানার ৩ জন, পাঁচবিবি থানার ৬ জন, ক্ষেতলাল থানার ৫ জন ও আক্কেলপুর থানার ৭ জন। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর