[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

নয়াপল্টনে পুলিশ সদস্য নিহতের ঘটনায় মামলা

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৩, ১৩:০০

ফাইল ছবি

রাজধানীর কাকরাইলে বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকালে ডিএমপির পল্টন মডেল থানায় এ মামলাটি দায়ের হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানা পুলিশের ওসি সালাউদ্দিন মিয়া বলেন, পুলিশ সদস্য হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।

মামলার আসামি বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, মামলার আসামির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর