[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

ভোররাতে ডেমরায় বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৩, ১২:০৭

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় একটি বাসে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে দগ্ধ হয়ে বাসে ঘুমিয়ে থাকা মো. নাঈম (২২) নামে একজন বাস চালকের সহযোগী মৃত্যু হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) ভোররাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার এসআই সাইদুর রহমান বলেন, ‘নিহত বাস চালকের সহযোগীর লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় রবিউল (২৫) নামে আরও একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মৃত নাঈম বরিশাল জেলার কোতোয়ালি উপজেলার আলম চকিদারের ছেলে। বর্তমানে তিনি ডেমরার হাজীনগরের থাকতেন।

পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। সে সময়ে বাসটি রাস্তার পাশে পার্কিং করে রাখা ছিল। আর তারা ভেতরে ঘুমিয়ে ছিল।’ সূত্র: ইত্তেফাক

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর