[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৩, ১৯:৫৪

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ফকিরাপুলে বিএনপির নেতাকর্মী ও পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি জানান, নিহত ওই পুলিশ সদস্য দৈনিক বাংলা মোড় এলাকায় দায়িত্বরত অবস্থায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিলেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মারধরে তাঁর ইউনিফর্ম ছিঁড়ে গেছে। তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যের নাম জানা যায়নি।

সংঘর্ষের ঘটনায় পুলিশের আরও ৪১ জন সদস্য আহত হয়েছেন বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল ও রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর