[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

কারাগারে বিএনপি-জামায়াতের ৮৪১ নেতাকর্মী

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৩, ১৯:৪৫

প্রতীকী ছবি

রাজধানীতে মহাসমাবেশের দিন বিএনপি-জামায়াতের ৮৪১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতার সন্দেহ ও পুরান বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। আজ শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ঢাকা মহানগর এলাকার ৫০টি থানা এলাকা থেকে মামলায় গ্রেপ্তার হয়েছেন ৬৪৬ জন। এ ছাড়াও সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধি ৫৫ ধারায় ১৭৮ জন এবং ঢাকা জেলাধীন ৬টি থানা এলাকা থেকে গ্রেপ্তার ১৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

এদের মধ্যে রাজধানীর কদমতলী ৯, শ্যামপুর ২১, উত্তরা পশ্চিম ৩, ধানমন্ডি ৮, হাজারীবাগ ৬, বিমানবন্দরে ১, দক্ষিণখান ৭, কামরাঙ্গীরচর ৪, লালবাগ ৬, বনানী ৮, বাড্ডা ৬, ভাটারা ৮, শাহ আলী ১, দারুসসালাম ২৪, শাহজাহানপুর ২৬, মতিঝিল ৬, পল্টন ১৮৪, শাহবাগে ২, রমনায় ১, রামপুরা ১, সবুজবাগ ৮, কলাবাগান ৩, খিলক্ষেত ১, ওয়ারী ২১, গেণ্ডারিয়া ১৫, আডাবর ৭, মোহাম্মদপুর ৭, হাতিরঝিল ৫৩, তেজগাঁও ১, তেজগাঁও শিল্পাঞ্চল ১, পল্লবী ২৩, কাফরুল ৭, মিরপুর ৬৬, শেরেবাংলা ১, মুগদা ৪, খিলগাঁও ১২, যাত্রাবাড়ী ৫৭, ডেমরা ২৭ জন আসামি রয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ ৯, সাভারে ১, ধামরাই ২, আশুলিয়া পাঁচজন আসামি রয়েছে। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক ১৭৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর