[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

চলছে পুলিশ-বিএনপি সংঘর্ষ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৩, ১৬:২১

কাকরাইল মোড়ে চলছে পুলিশ-বিএনপি সংঘর্ষ

রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। এ সময় বিএনপি কর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে। এছাড়াও তিনটি যাত্রীবাহী বাস ভাঙচুর এবং পুলিশ বক্সে আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা। সংঘর্ষে পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীদের আহত হওয়ার খবর পাওয়া যায়।

শনিবার (২৮ অক্টোবর) বেলা ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাকরাইলে সংঘর্ষ চলছিল।

সরেজমিনে দেখা গেছে, বেলা দেড়টার দিকে কাকরাইল মোড়ে দাঁড়িয়ে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে বিএনপি কর্মীরা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে দাঁড়িয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন।

সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে পুলিশ বক্সে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতাকর্মীরা কাকরাইল মোড় থেকে মিন্টু রোডের কাছাকাছি থাকা যাত্রীবাহী বাস ভাঙচুর করলে পুলিশ অ্যাকশনে যায়। ওই সময় বিএনপি কর্মীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় আধা ঘন্টা ধরে এই সংঘর্ষ চলে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর