প্রকাশিত:
২৬ অক্টোবার ২০২৩, ১৭:৪২
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ঘরে ঘরে শতভাগ বিদ্যুতের ব্যবস্থা এই সরকার করে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের আধুনিক সুযোগ সুবিধা এই আওয়ামী লীগ সরকার করেছে। তাই দেশের উন্নয়নের স্বার্থের দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করবে।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপহজলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমেরিকা, ভারত, চীন আমাদের প্রতিবেশী বন্ধু। তারা আমাদের দেশে আসবে, ঘুরবে, খাওয়া-দাওয়া করবে, কথা-বার্তা বলবে; তারপর চলে যাবে। কিন্ত তাদের সিদ্ধান্তে দেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে না। প্রধানমন্ত্রী ভোট দিয়ে নির্বাচিত করবে দেশের মানুষ। দেশের মানুষ যাকে ভোট দেবে সেই প্রধানমন্ত্রী হবে।
বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, গায়ের জোরে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতায় আসা যায় না। ক্ষমতায় আসতে হলে দেশের মানুষের সমর্থন লাগে, ভালোবাসা লাগে এবং জনপ্রিয়তা লাগে—যা এখন বিএনপির নেই। তাদের দেশের মানুষ ঘৃণা করে। তারা মহাসমাবেশের নামে দেশে অশান্তি সৃষ্টি করে, গাড়ি ভাঙচুর করে। তবে তাদের সাবধান করে দিতে চাই। সমাবেশের নামে শান্তিপ্রিয় দেশে অশান্তির আগুন জ্বালানোর চেষ্টা করলে দেশের সেবায় নিয়োজিত থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। সূত্র: দেশ রূপান্তর
বাংলা গেজেট/বিএম
মন্তব্য করুন: