প্রকাশিত:
২৬ অক্টোবার ২০২৩, ১৬:০০
নির্বাচন ব্যবস্থা নিয়ে কোনো সংকট সৃষ্টি হলে তা নিরসনে আমরা অত্যন্ত আন্তরিক এমনটা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আয়োজক হিসেবে আমরা নির্বাচন আয়োজন করতে চাই। কিন্তু প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের অনুকূল পরিবেশটুকু এখনো হয়ে ওঠেনি।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে "দ্বাদশ সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা" শিরোনামে আয়োজিত সংলাপে তিনি এই কথা বলেন। এই সংলাপে বিভিন্ন গণমাধ্যমের ৩৮ জন সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়।
সংলাপে প্রধান নির্নাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে চার নির্বাচন কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংলাপে সিনিয়র সাংবাদিকদের মধ্য এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক জ.মামুন, এনটিভির প্রধান সম্পাদক জহিরুল আলম, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান জুয়েল, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, মাছরাঙা টিভির প্রধান বার্তা সম্পাদক রেজোয়ানুল হক রাজা, দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রধান সম্পাদক নঈম নিজাম, দৈনিক সমকালের সম্পাদক আলমগীর হোসেন, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল ইসলাম, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, সহ সিনিয়র সাংবাদিকরা এই সংলাপে যোগ দিয়েছে।
এদিকে চলতি সপ্তাহে এক নির্বাচন কমিশনার গণমাধ্যমকে বলেছেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এবং জানুয়ারির প্রথমার্ধের ভোট গ্রহণের তারিখ হতে পারে বলে জানিয়েছেন।
সর্বশেষ ভোটার হালনাগাদ অনুযায়ী, দেশে বর্তমান মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন। তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করায় এই সংখ্যা আরও বাড়তে পারে। আসন্ন দ্বাদশ নির্বাচনে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে।
বাংলা গেজেট/বিএম
মন্তব্য করুন: