[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম কিনবে সরকার

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
২৫ অক্টোবার ২০২৩, ২০:৪৮

ফাইল ছবি

সিঙ্গাপুর থেকে ৬৪ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকার ৫০ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৩ এর আওতায় সিঙ্গাপুরের এম/এস এগ্রো ক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে এসব গম কেনা হবে।

অন্যদিকে, সভায় বাংলাদেশের (টিসিবি) জন্য ২৫৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকার তেল ও ডাল কেনারও সিদ্ধান্ত হয়েছে।

এরমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে কেজিপ্রতি ১১০ টাকা ৯৭ পয়সা দরে ৬৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকার ৬ হাজার টন মসুর ডাল কেনা হবে।

এ ছাড়া একই মন্ত্রণালয়ের অধীন মজুমদার ব্রান অয়েল মিলস থেকে লিটারপ্রতি ১৫৬ টাকা ২৫ পয়সা দরে ৬২ কোটি ৫০ লাখ টাকার ৪০ লাখ লিটার রাইস ব্রান তেল এবং সিটি এডিবল অয়েলের কাছ থেকে লিটারপ্রতি ১৫৬ টাকা ৩৮ পয়সা দরে ২৫ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকার ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর