[email protected] সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ ১৪৩১

নামমাত্র লভ্যাংশ দেবে এমএল ডায়িং

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
২৪ অক্টোবার ২০২৩, ২১:০০

ফাইল ছবি

শেয়ারহোল্ডারদের নামমাত্র লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এমএল ডায়িং লিমিটেড।

সোমবার (২৩ অক্টোবর) কোম্পানিটির জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৯ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ, অর্থাৎ ২০ পয়সা করে দেবে। এর আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৪৩ পয়সা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে শেয়ার প্রতি আয় অর্ধেক মুনাফা কমেছে।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির ২২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) নির্ধারণ করা হয়েছে আগামী ২১ ডিসেম্বর। ওই দিন সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। সেজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

বিদায়ী বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য(এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৪ পয়সা। যা ২০২২ সালে ছিল ১৫ টাকা ১৮ পয়সা।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর