[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

`ডিজিটাল জগৎ মানুষের সুখ কেড়ে নিয়েছে`

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৩, ০২:৫৯

ফাইল ছবি

ডিজিটাল জগৎ মানুষের সুখ কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান ড. বনজ কুমার মজুমদার। শনিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর হাজারীবাগ পার্ক সংলগ্ন মডার্ন ক্লাব হলে আন্তর্জাতিক যুব দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ঢাকাবাসী, NEYOB এবং HOPE-87 সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।

পিবিআই প্রধান বলেন, ‘কুড়ি বছর কিংবা দশ বছর আগের শৈশব- কৈশোরের কর্মকাণ্ড বর্তমান যুব সমাজের কাছ থেকে হারিয়ে গেছে। ডিজিটাল জগৎ মানুষের সুখ কেড়ে নিয়েছে। আগামী দশ বিশ বছর পর কী হবে আমরা জানি না। ডিজিটালের সাথে এনালগ অবশ্যই থাকতে হবে। তাহলেই আমরা অতীতের স্মৃতিকে ধরে রাখতে পারব।’

বনজ কুমার মজুমদার বলেন, ‘ঢাকাবাসী অতীতকে ধরে রাখার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তাই আমি ঢাকাবাসী সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’


ঢাকাবাসী সংগঠনের সভাপতি শুকুর সালেকের আয়োজনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাতিসংঘের তথ্যকেন্দ্রের (ইউনিক) সাবেক ন্যাশনাল ইনফরমেশন অফিসার ড. মো. মনিরুজ্জামান, বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশনের সভাপতি দুলাল বিশ্বাস, পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফসহ হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ মু. আহাদ আলী এবং পর্তুগালে বিশ্ব যুব উৎসবে অংশগ্রহণকারী যুব প্রতিনিধি শাহিন পারভিন প্রমুখ৷

অনুষ্ঠানে আরও ছিল ঐতিহ্যগত বই প্রদর্শনী, দাবা খেলা, স্মৃতির পাতায় অতীতের অনুষ্ঠানসমূহ, বক্তৃতা, নৃত্য ও র‌্যালি।

সভায় আলোচকরা আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে যুবকদের অতীত সংস্কৃতি ধরে রাখতে আহ্বান জানান।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর