[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৮ অক্টোবার ২০২৩, ২১:১৮

ফাইল ছবি

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান নারী ক্রিকেট দল। তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে দল দুটি। আসন্ন এই সফরকে সামনে রেখে স্বাগতিকদের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্বে থাকছেন দলে নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

চলতি মাসের ২৫, ২৭ ও ২৯ তারিখে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। দিবারাত্রীর সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

দলে নিয়মিত খেলোয়াড়রা ছাড়াও আছে নতুন দুই মুখ। দুই অফ স্পিনার নিশিতা আক্তার নিশি ও শরীফা খাতুন।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরীফা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সাথী রানি।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর