[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

বিএনপি-জামায়াত দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়: তথ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১৭ অক্টোবার ২০২৩, ১৮:২৯

ছবি: ফোকাস বাংলা

আগামী ১০০ দিন দেশ পাহারা দিতে হবে, নৈরাজ্য করে বিএনপি-জামায়াত দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, নাশকতা করে সরকারকে হটানো যাবে না।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকীর আলোচনাসভায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি-জামায়াত দেশকে বেনিয়াদের হাতে তুলে দিতে চায়। বিএনপি জানে, তারা কোনোভাবেই ক্ষমতায় যেতে পারবে না। তাই ঘোলাপানিতে অন্যদের মাছ শিকার করতে দিতে চায়।

তিনি আরও বলেন, বিএনপির উদ্দেশ্য শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বিদেশিদের হাতে দেশ তুলে দেওয়া। বিশ্ব মোড়লরা অখুশি হতে পারে জেনে বিএনপি ফিলিস্তিনে গণহত্যা ইস্যুতে কোনো কথা বলে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

আগামী ভোটে ফের আওয়ামী লীগ ক্ষমতায় আসবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, নাশকতা করে কোনো লাভ নেই। আমি দেখেছি ফেসবুকে কয়েকটি কুকুর ঝগড়া করছে আর একটি কুকুর পালিয়ে যাচ্ছে। দুষ্টরা লিখেছে, ওটাই বিএনপি। তিনি বলেন, বিশ্ব বেনিয়ারা শকুনের মতো তাকিয়ে আছে দেশ দখলের জন্য। তাই আগামী ১০০ দিন দেশ পাহারা দিতে হবে। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর