[email protected] বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

দুর্নীতি দমনের হাতিয়ার নিষেধাজ্ঞা 

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৩, ০৬:০২

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ বলেছেন, নিষেধাজ্ঞা যেকোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে, এটা শুধু বাংলাদেশের জন্য নয়।

আজ সোমবার (৭ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন।

পরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এটা বাংলাদেশের কিছু না। ওরা বলছে, বড় বড় প্রজেক্ট, ব্লু ডট প্রয়োগ।

সেখানে ভবিষ্যতে বিনিয়োগ আসার ক্ষেত্রে ওই ধরনের প্রজেক্টকে অগ্রাধিকার দেবে। তবে ইন্ডিভিজ্যুয়ালের বিরুদ্ধে বা কোনো দেশের বিরুদ্ধে হবে কি না, এগুলো নিয়ে আলাপ হয়নি।’

পররাষ্ট্রসচিব বলেন, নেফিউ বলেছেন, বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী কার্যক্রমকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দিচ্ছে। ভবিষ্যতে এটি ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে।

টাকাপাচার নিয়ে নেফিউরের কোনো মতামত ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মানি লন্ডারিং তো দুর্নীতির একটি পার্ট।

মানি লন্ডারিং নিয়ে আমরা আলাপ করেছি। আমরা বলেছি, যেসব ব্যাংক বা ছোট ছোট আইল্যান্ড কান্ট্রি―সেগুলোতে সহজেই টাকাপাচারের বিষয় আছে।’

এ সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর