[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

তাপসের বক্তব্যে জমিদারি-সন্ত্রাসী ভাব রয়েছে: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
২১ সেপ্টেম্বার ২০২৩, ১৫:১৩

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস যে বক্তব্য দিয়েছেন তাতে জমিদারি, সন্ত্রাসী ভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না’- মেয়র তাপসের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, কে কী বলে সেটা আমাদের দেখার বিষয় না।

তিনি বলেন, তাদের ক্যারেক্টার, তাদের কথাবার্তা বলা সবকিছুতে তারা জমিদারি মনে করে। কিন্তু এগুলোকে আমরা গুরুত্ব দেই না। তারা কি বলল না বলল এতে বাংলাদেশের জনগণের কিছুই আসে যায় না। বাংলাদেশের জনগণের লক্ষ্য একটাই সেটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর