[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

শিক্ষা ডেস্ক

প্রকাশিত:
২০ সেপ্টেম্বার ২০২৩, ১১:০২

ছবি: ঢাবি শিক্ষার্থী কাজী ফিরোজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের যমুনা ব্লক থেকে নিচে পড়ে কাজী ফিরোজ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ এর দিকে বিজয় একাত্তর হলে এই ঘটনা ঘটে।

নিহত কাজী ফিরোজ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০৩ নাম্বার রুমে থাকতেন। তিনি চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার জেলা গোপালগঞ্জ।

বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের মাধ্যমে জানা যায়, বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের ছয়তলা থেকে নিচে পড়ে যান তিনি। তারপর শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয় পরে রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।


কাজী ফিরোজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর