[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

ভারত সফর প্রসঙ্গে বিকেলে জানাবে আ.লীগ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৩, ২৩:১৮

ফাইল ছবি

ভারত সফর করে আসা আওয়ামী লীগের প্রতিনিধি দলের সফরের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল চারটায় রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। বুধবার আওয়ামী লীগের দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷

আওয়ামী লীগের দফতর সূত্রে জানা যায়, বিজেপির আমন্ত্রণে ভারত সফর করে আসা আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

গত রোববার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে দেশটিতে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দলটির পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি নয়াদিল্লি সফর করেন।

প্রতিনিধি দলের অন্য যারা ছিলেন তারা হলেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান এবং সংসদ সদস্য ও মানবাধিকার কর্মী অরোমা দত্ত।

প্রতিনিধি দলের সদস্য সংসদ সদস্য অরোমা দত্ত সফরের আগে বলেছেন, 'প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। তার আগে আমরা যাচ্ছি আলোচনার জন্য।'

জানা গেছে, তিন দিনের এই সফরে প্রতিনিধিদলটি ভারতের সরকার ও বিজেপির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।

সরকারের অন্যদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠক হয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জে পি নাড্ডাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গেও।

প্রথমে গত ২০ জুলাই প্রতিনিধি দলটির ভারত সফরে যাওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২৯ জুলাই নির্ধারণ করা হয়। এরপরেও ভারতের প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সময়সূচি ফাঁকা না পাওয়ায় সফর পুনরায় পেছানো হয়েছিল।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর