প্রকাশিত:
১৭ সেপ্টেম্বার ২০২৩, ০০:০১
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারের অধীনে আর নির্বাচন হতে দেওয়া হবে না। দেশের মানুষ এই সরকারকে আর দেখতে চায় না।’ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রংপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে রোডমার্চ কর্মসূচির উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। খবর সমকাল।
সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে ‘তারুণ্যের রোডমার্চ’ শুরু হয়েছে। আজ বিকেলে দিনাজপুরে গিয়ে এই রোডমার্চ শেষ হবে।
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের অধীনে আর নির্বাচন হতে দেওয়া হবে না। দেশের মানুষ সরকারকে আর দেখতে চায় না। পদত্যাগ না করলে সরকার জনগণের আন্দোলনের তরঙ্গে ভেসে যাবে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার বলছে তাদের অধীনে আগে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এবারও সুষ্ঠু হবে। কিন্তু আমরা দেখেছি, এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। ২০১৪ সালে দেখেছি, ২০১৮ সালেও দেখেছি। আজকে বিচারব্যবস্থা ধ্বংস করা হয়েছে। আদালতে গেলে জামিন দেওয়া হয় না বিরোধী আন্দোলনকারী দলগুলোকে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘চলমান আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করে যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন করতে পারি এবং জনগণের ভোটে সেই নির্বাচনে বিজয়ী হতে পারি, তাহলে আন্দোলনরত দলগুলোকে নিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করব।’
রোডমার্চপূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। রোডমার্চ শেষে অপর সংক্ষিপ্ত সমাবেশের অংশে সভাপতিত্ব করবেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। রংপুরের সমাবেশ সঞ্চালনা করেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
আগামীকাল রোববার সকাল ৯টায় বগুড়া শহরের চার রাস্তার মোড় থেকে শুরু করে রাজশাহীতে শেষ হবে দিনের রোডমার্চ। এর আগে দেশের ছয় বিভাগে তারুণ্যের সমাবেশ করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এরপর ২২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি।
বাংলা গেজেট/এফএস
মন্তব্য করুন: