[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

ডেঙ্গুতে মারা গেলেন আরোও ১৪ জন

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বার ২০২৩, ০৪:১০

ফাইল ছবি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আর ১৪ জনের মৃত্যু। এ নিয়ে চলতি বছর মৃত্যের সংখ্যা দাঁড়ালো ৭৩০ জনে।একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরোও ২ হাজার ৯৯৩ জন।

রোববার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়াদের মধ্যে ৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এছাড়া বাকি ৬ জন ঢাকার বাইরের বাসিন্দা।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯৪ জন ও ঢাকার বাইরের ১ হাজার ৯৯৯ জন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩২৮ জনে।

বর্তমানে ৯ হাজার ৮৭১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে রয়েছেন ৪ হাজার ২৯৭ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৭ হাজার ৭২৭ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে ওই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর