[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

রাজনৈতিক কর্মসূচির নামে জনগণের ক্ষতি হলে ব্যবস্থা

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বার ২০২৩, ০২:১৮

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ফাইল ছবি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নের যে কোনো অপপ্রয়াস রোধ করতে পুলিশের প্রতিটি সদস্য বদ্ধপরিকর। রাজনৈতিক নানা কর্মসূচি থাকতে পারে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে জনগণের জানমালের ক্ষতি করা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ায় পুলিশ কল্যাণ ট্রাস্টের বহুতল মার্কেট পুলিশ প্লাজার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন। খবর কালবেলা।

বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথা সংলগ্ন ও সার্কিট হাউসের বিপরীত পাশে মার্কেটটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আগের তুলনায় এখন পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে তা নিয়ন্ত্রণে এসেছে।’

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রীর সহায়তায় ক্ষুদ্র পরিসরে গড়ে উঠা বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এখন অনেক প্রতিষ্ঠান পরিচালনা করছে। এর উদ্দেশ্য পুলিশ সদস্যদের সহায়তা করা। পুলিশ বাহিনীর সদস্যরা ঝুঁকির মুখেও জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কারণে আইন-শৃংখলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন হয়েছে। এ কারণে দেশের বিভিন্ন উন্নয়নসূচক বৃদ্ধির সঙ্গে বিনিয়োগ পরিবেশেরও উন্নয়ন হয়েছে। এতে দেশের আর্থিক অবস্থানও শক্তিশালী হচ্ছে।’

বগুড়া পুলিশ সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে পুলিশ প্লাজার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ সদর দপ্তরের ডিআইজি এসএম মোস্তাক আহম্মেদ খান, অতিরিক্ত ডিআইজি শোয়েব রিয়াজ আলম খান, বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রমুখ।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর